মোঃ জুয়েল মাষ্টার নিজস্ব প্রতিনিধি:
ভোলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনার দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা প্রেসক্লাব, ভোলা জেলা রির্পোটার ইউনিটি, দৈনিক ভোলা টাইমস্ পরিবার ও ভোলা জেলা সংবাদপত্র হর্কাস ইউনিয়নের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
এই সময় বক্তারা বলেন, অভিযুক্ত কালিমুল্লাহ বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়নের সচিব হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন খাদ্য গুদামের অসাধু কর্তাদের ও ইউপি চেয়ারম্যানদের যোগসাজশে সরকারী চাল কম দামে ক্রয় করে বস্তা পাল্টিয়ে বেশি দামে তার খালপারের দোকানে বিক্রি করে,এসময় বক্তারা প্রশাসনের দৃস্টি আকর্ষণ করে বলেন, আগামী ১২ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে সাংবাদিকরা প্রশাসনের সকল পজিটিভ নিউজ বর্জন করে অনিয়মের নিউজ প্রচার করবে।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে,হামলাকারী দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বক্তারা।
উলেখ্য, ভোলার আগারপোল এলাকার বাসিন্দা এবং খাল পাড়ের ব্যবসায়ী মোঃ কালীমুল্লাহ, মোঃ হাবিবুল্লাহ খোকনের সাথে তাদের আরেক ভাই অলিউল্লাহর পৈত্রিক টাকা-পয়সা ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এঘটনার পরিপ্রেক্ষিতে মোঃ অলিউল্লাহ নিরুপায় হয়ে,খাল পাড়ারের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। পরে মঙ্গলবার সকালের দিকে মোঃ কালীমুল্লাহ ও মোঃ হাবিবুল্লাহ (খোকন) সন্ত্রাসী বাহিনী নিয়ে তালা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও মালামাল নেওয়ার চেষ্টার করার সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে গেলে মোঃ কালিমুল্লাহ, মোঃ হাবিবুল্লাহ (খোকন) ও মোঃ কামাল হোসেনসহ তাদের দলবল দৈনিক ভোলা টাইমস্ এর প্রধান সম্পাদক মো: আলী জিন্নাহ রাজীব ও ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইনের উপর চড়াও হয়ে হামলা চালান।
এসময় বক্তব্য রাখেন, ভোলার সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মো: ইউনুছ শরীফ, বাসস এর প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, ভোলা টাইমসের (ভারপ্রাপ্ত) সম্পাদক এম হেলাল উদ্দিন, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু,দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম (আকাশ),যমুনা টিভির জেলা প্রতিনিধি মোঃ জুয়েল সাহা,রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী,এশিয়া টিভি এন আলম,সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম,এসএ টিভি প্রতিনিধি বিল্লাল হোসেন, গ্লোবালটিভির অনিক আহমেদ, এনটিভির রিয়াজ,ভোলা টাইমস প্রতিনিধি তুহিন খন্দকার,চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মনসুর আলম প্রমুখ।