মোঃ জুয়েল মাস্টার, নিজস্ব প্রতিনিধি।
ভোলায় অসহায় ২০০ পরিবারকে শীতবস্ত্র দিয়েছে শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন একটি মাদ্রাসার মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ নুরুদ্দিনের সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুল গাফফার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ আব্দুল জাব্বার ও মোঃ হারেছ আহম্মেদ এবং মোঃ মিন্টু ফরাজি।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশে এখন তীব্র শীত। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের সকলের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তাই সামাজিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো.ফরিদ উদ্দিন মাসুদ, সহ-সভাপতি মো. ইব্রাহিম, মো. জিয়া উদ্দিন সুজন, আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জি: ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন মোহাম্মদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (মিঠু), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মো. নুরউদ্দিন, অর্থ সম্পাদক মো. রাসেল ফরাজি, প্রচার সম্পাদক মো. ইসমাঈল, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আনোয়ারসহ অন্যান্যরা।