মোঃ জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।
ভোলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের আটক করেছে র্যাব। শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ কালিমুল্লাহ, মোঃ হাবিবউল্লাহ খোকন, মোঃ শাকিল।
উল্লেখ্য পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় দৈনিক ভোলা টাইমস পত্রিকার,সম্পাদক,মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক,বিজয় বাইন আহত হন। এ ঘটনায় ভোলা সদর থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে মামলা দিয়েছেন বিজয় বাইন। মামলা হওয়ার ৩ দিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হলে সকলের মাঝে আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র্যাবের একটি দল আসামীদের অবস্থান সনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে ১নং আসামী মোঃ কালিমুল্লাহ, ২ নং আসামী মোঃ হাবিবউল্লাহ খোকন ৪ নং আসামী মোঃ শাকিলকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এদিকে র্যাব-৮ ভোলা ক্যাম্পের সাহসী ভুমিকায় স্বস্তি জানিয়েছেন আহত সাংবাদিক ও তাদের পরিবার।