মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।
ভোলা বোরহানউদ্দিনে র্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প কর্তৃক অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানার চাঞ্চল্যকর সাংবাদিক হত্যার চেষ্টাসহ গুরুতর জখম মামলার ১ নং আসামী এবং একাধিক পরোয়ানাভুক্ত সাইফুল ইসলাম নামের পলাতক আসামী গ্রেফতার করেছেন র্যাব-৮।
সাইফুল ইসলাম এর বিরুদ্ধে জিআর-১৫৩/২৪ (বোর), জিআর-১১৮/২৪ (বোর)এর ওয়ারেন্টভুক্ত এবং বোরহানউদ্দিন থানার মামলা নং- ২২, তারিখ-২৩/০৯/২০২৪ইং, ধারা-৪৪৭/৪৪৮/১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৮০/৪২৭/৫০৬ (২)/৩৪ পেনাল কোড, বোরহানউদ্দিন থানার মামলা নং-১২, তারিখ-০৬/০৫/২০২৪ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোড এবং বোরহানউদ্দিন থানার মামলা নং-১৮, তারিখ-১৬/০৬/২০২৪ ইং, ধারা-১০৯/১৪৩/৩২৩/৩৭৯/৩২৪/৩০৭/৩২৫/৪৪৭/৪৪৮/৩৫৪/৫০৬(২) পেনাল কোড এর এজাহারনামী ১ নং পলাতক আসামী মোঃ সাইফুল ইসলাম মোল্লা, পিতা-মৃত জলিল মোল্লা, সাং-উত্তর কোড়ালিয়া, বড় মানিকা ইউপি ইউপি,থানা-বোরহানউদ্দন, জেলা-ভোলাকে বোরহানউদ্দিন থানাধীন বড় মানিকা ইউপিস্থ নুর মিয়ার হাট নামক বাজার হতে ইং ০৫/০১/২০২৫ তারিখ আনুমানিক সাড়ে ৫ টার সময় গ্রেফতার করা হয়৷
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করার নিমিত্তে ০৫/০১/২০২৫ ইং তারিখ অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা র্যাব ক্যাম্প, ভোলার নিকট অধিযাচনপত্র দাখিল করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব ক্যাম্প, ভোলা আসামীর অবস্থান সনাক্তপূর্বক র্যাব ক্যাম্প, ভোলা, সিপিএসসি, র্যাব-৮, বরিশাল এর র্যাবের একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামীকে গ্রেফতার করা হয়।