মোহাম্মদ জুয়েল মাষ্টার,ব্রুরো চিফ অ্যান্ড ক্রাইম রিপোর্টার।
ভোলার নতুন স্বেচ্ছাসেবী সংগঠন একতা যুব সংঘ সংস্থার শুভ উদ্বোধন উপলক্ষে ১৩ নং দিঘলদী ১ নং ওয়ার্ড,জমাদারের দোকান সংলগ্ন, ৩০/১০/২০২৪ইং সদস্যদের নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে এই সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে।
একতা যুব সংঘ সংগঠনের আনন্দ রালির শেষে সংগঠনের সদস্য বৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-মোঃ হাসনাইন(টনি),মোহাম্মদ বাপ্পি (টনি)মোঃ মাইনুদ্দিন (টনি),মোহাম্মদ হুমায়ুন দেওয়ান,মোহাম্মদ রিপন কাজী,মোহাম্মদ আনোয়ার কাজী,মোঃ মোশারফ ডাক্তার, মোহাম্মদ সবুজ হাওলাদার বলেন, অসহায় হতদরিদ্র সেবাবঞ্চিত বিপদগ্রস্থ মানুষের কল্যানে সর্বদা নিয়োজিত থাকবো, দুর্যোগ ও পূর্ববর্তী সচেতনতা এবং পরবর্তী উদ্ধার কাজে নিয়োজিত থাকবো, সেচ্ছায় রক্তদানে তরুণদের উৎসাহিত করা, রাস্তার ঘুরে বেড়ানো ভারসাম্যহীন মানষিক প্রতিবন্ধীদের উদ্ধারের কাজে নিয়োজিত থাকবো, যে কোনো মানুষ নিখোঁজ ও পাওয়া বৃদ্ধ এবং শিশুদের পরিবারের সন্ধান করে বুঝিয়ে দেওয়ার কাজে নিয়োজিত থাকবো, হতদরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও বন্যার্তদের মাঝে ত্রাণ ও শীতার্থদের মাঝে শীতন্ত্র বিতরণ ও বেকারত্ব দুরীকরণ মাদকমুক্ত যুব সমাজ গঠন, বাল্যবিবাহ বন্ধ ও যৌতুক মুক্ত বিবাহে সচেতনতা কার্যক্রম এ ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ সহ সকল কার্যক্রম চলমান রাখতে সর্বদা প্রচেষ্ঠা করিব।