মোহাম্মদ লিটন, স্টাফ রিপোর্টার।
জেলা বন্দর থানায় নবীগঞ্জ কামাল উদ্দিন মহল্লা মসজিদের পাশে মোহাম্মদ তানজিল পিতা,মোহাম্মদ গোলাম হোসেনের বাড়িতে,সীমান্ত,হিমেল,মেহেদী, সুজনের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী তানজিলের কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন, কিন্তু তানজিল চাঁদা দিতে অস্বীকার করায়,বা চাঁদা না দেওয়ায় কারণে, চাঁদাবাজ সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তানজিলের বসত বাড়িতে আক্রমণ করেন কিন্তু তানজিলকে তার বাড়িতে না পেয়ে,দুইটা মোটরসাইকেল ভাঙচুর করেন, এবং দাঁড়ালো অস্ত্র দিয়ে তার বাড়ির বিভিন্ন জাগায় কুপিয়ে সন্ত্রাস বাহিনী চলে যান এবং যাওয়ার সময় বলে যান যে,তানজিল যদি তাদের দাবি কি ৩০ লক্ষ টাকা চাঁদা না দেয়, তাকে মেরে গুম করবে বলে হুমকি দিয়ে চলে যান।
পরবর্তীতে,চাঁদাবাজ সন্ত্রাসবাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর,তানজিল বন্দর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আশ্রয় নেন এবং সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ঘটনাস্থল তদন্ত করেন।
উপরিউক্ত অভিযোগের বিষয়টি সম্পর্কে সংবাদকর্মীরা বন্দর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বললে তারা বলেন,আমাদের কাছে একটি অভিযোগ এসেছে অভিযোগের সূত্রে ঘটনাস্থলটি তদন্ত করে এসেছি সুতরাং অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।