নারায়ণগঞ্জ জেলায়,পুলিশের অভিযানে ৫৪ কেজি গাজা সহ ১ মাদক কারবারি আটক।
Reporter Name
-
Update Time :
শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
-
৫০
Time View
মোঃ লিটন, স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জ।
- নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় সোনারগাঁও থানার পুলিশের অভিযানে ৫৪ কেজি গাজা সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক।
সোনারগাঁও থানার মোরগাপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম মাদক কারবারের কথা এলাকা জনপ্রতিনিধিরা সোনারগাঁও থানায় এসে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তবল পাড়া,কাপড় দিয়া,কুলুকান্দা রাম সেক্সের বাড়ি, আলাউদ্দি ,কালিগঞ্জ,মাধবপুর,ভৈরবদী,হাবিব তোর, বাড়ি মজলি, পিরিজপুর,শুকুরদি,দারোগুল্ল, গ্রামগুলোর ভিতরে মাদক,ইয়াবা,মদ,গাজা সহ নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করা হয়।এই এলাকার মানুষ মাদক কারবারীদের ভয়ে কোন কথা বলেন না ।আমি দৈনিক বাংলার তথ্য থেকে আবেদন করছি যে,বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে,আপনারা এই এলাকা গুলোর দিকে একটু বিশেষ দৃষ্টি দিলে, এলাকার ছোট ছোট ছেলে গুলোর জীবন নেশা জাতীয় দ্রব্যের কবল থেকে মুক্তি পেত। সমস্ত মাদক সেবনকারীরা মৃত্যুর কোলে চলে যাচ্ছে ।শুধু তাই না এদের কারনে এদের পরিবারের স্বজনরা সামাজিকভাবে হেও প্রতিপন্ন ও অপমান লাঞ্ছনার শিকার হচ্ছে। তাছাড়া এদের কারণে পারিবারিক অশান্তি ,বিবাহ বিচ্ছেদ,চুরি- ডাকাতি,সামাজে অনৈতিক কার্যাবলী বেড়ে যাচ্ছে।তাই বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে মাদক সেবন যাতে দমন করা যায়,তার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category