মোহাম্মদ জুয়েল মাষ্টার বরিশাল চিফ ব্রুরো এন্ড ক্রাইম রিপোর্টার।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে পূর্ব শত্রুতা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত মোস্তফা চাপাদার (৫৭) এর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাসির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়াডে আদর্শ বাজার /এশাক মোড় সংলগ্ন চাপাদার বাড়িতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে নিহত মোস্তফা চাপাদারের স্ত্রী মোছাম্মদ মোহছেনা বেগম,ভাই মোহাম্মদ রুহুলামিন চাপাদার, ফুফাত ভাই মইনুল ইসলামসহ কয়েকজন এলাকাবাসী বক্তব্য দেন। সংবাদ সম্মেলন ও বিক্ষোভে প্রায় ২০০/ বেশি এলাকাবাসী অংশ নেন। এ সময় নিহতের পরিবারের স্বজনরা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
সংবাদ সম্মেলনে অভিযোগকারিরা বলেন, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে ৫ নং ওয়ার্ড তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী আব্দুস সালামের ছেলে আবু রায়হানের সঙ্গে সাজ্জাত হোসেনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২১ আগস্ট বুধবার রাতে আবু রায়হানের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাজ্জাত হোসেনের মোস্তাফা চাপাদারের গ্রামের বাড়িতে হামলা করে।এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে নৃশংসভাবে মোস্তাফা চাপাদারকে হত্যা করে। মোস্তাফা চাপাদারকে রক্ষা করতে তাঁর স্এী মমিন ও মেয়ে,এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁদেরকেও আক্রমণ করে,গুরুতর আহত করে।
সংবাদ সম্মেলনে নিহত মোস্তফা চাপাদারের মা রাজিয়া খাতুন অভিযোগ করে বলেন, তাঁর ছেল�