নিজস্ব প্রতিনিধি।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমান নিমটি মোড়ালি,হরেক রকমের কাঁচামাল, শীতে পোশাক ক্ষুদ্র ব্যবসায়ীদের বসেছে মেলা।উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সংলগ্ন সিকদার মার্কেটের সামনে সরকারি পরিত্যক্ত জায়গায় এমনটাই দেখা গেছে।ভালো বেচা বিক্রি করে মুখে ফুটেছে হাসি। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবী স্থায়ীভাবে এখানে বেচা বিক্রি করতে পারলে জীবন-মান বদলে যেতো তাদের।
তারা জানান,অল্প পুঁজির কারনে দোকান ঘর ভাড়া নিয়ে তাদের ব্যবসা করা সম্ভব নয়।আজ এখানে কাল ওখানে ঘুরে ঘুরে ব্যবসা করতে হয় ।
নিমটি মোড়ালি সহ হরেক রকমের মুখরোচক খাবারের দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী সন্তুোষ পাড়া গ্রামের আয়েত আলী মিয়ার ছেলে দোলন মিয়া (৩৫) জানান, আমরা বিভিন্ন মেলায় মেলায় বেচা-বিক্রি করি মেলার লোকজনকে অনেক টাকা দিতে হয় আমরা স্থায়ীভাবে ব্যবসা করতে পারি না। তাছাড়া,এখানে টাকা লাগে না ও বেচা বিক্রি ভালো হয় ।তাই আমাদেরকে যদি এখানে স্থায়ীভাবে ব্যবসা করতে সুযোগ দেওয়া হতো তাহলে, আমরা উপকৃত হতাম।
কাঁচামাল বিক্রয়তা দক্ষিণ তাজপুর গ্রামের হাসেম খন্দকারের এবং জাহাঙ্গীর আলম (৪৬) জানান,টাকার অভাবে বাজারে দোকান নিতে পারি না। তাই এখানে আমিও আমার বাবা ১বছর যাবত হরেক রকমের কাঁচামাল বেচা/বিক্রি করি যেহেতু এখানে ভালো বেচা/বিক্রি হয়, তাই আমাকে দেখে অনেকেই এখানে বেচা বিক্রি করছে।
ভ্যানগাড়ীতে শীতের পোশাক বিক্রয়তা উপজেলা মোড়ের বাসিন্দা লিটন (৪০) জানান, আমি প্রতিদিন আসি ভালো বেচা বিক্রি করি। ইজারাদার আমার কাছ থেকে ২০ টাকা করে নেয়।
উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাত সিকদার জানান,আমরা এখান দিয়ে প্রতিদিন চলাফেরা করি দেখি এই জায়গায় বাজারের ময়লা ফেলে রাখে তাতে দুর্গন্ধ ছড়ায় পথচারীদের চলাচল করতে সমস্যা হয় তাই আমি কিছু লোক দিয়ে এ জায়গাটা পরিস্কার করি।পরে দেখি অনেক ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্নরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে আসছে তাই দেখে আমার খুব ভালো লাগছে।
ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ীকরণ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার এর কাছে জানতে চাইলে তিনি জানান,এ বিষয়ে আমি জানতাম না তবে আপনার মাধ্যমে অবগত হলাম তাই সরোজমিনে গিয়ে দেখে তাদের স্থায়ীকরণ করা যায় কিনা সে বিষয়ে জানাতে পারবো।