ভোলা প্রতিনিধি।
মহান বিজয় বিদসের আনন্দকে আরও বর্ণিল ও আনন্দময় করতে ভোলার জনগণের দেখার জন্য উন্মুক্ত করা হয়েছে কোস্ট গার্ডের জাহান বিসিজিএস সোনার বাংলা।
১৬ই ডিসেম্বর সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪:৩০মিনিট পর্যন্ত মেঘনা পাড়ে ইলিশা ঘাটে অবস্থা করা ”সোনার বাংলা” জাহাজটি দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেছেন।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকতা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙালি জাতির কাছে আত্মসমর্পণ করে, ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতিবছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন দেশের কয়েকটি অঞ্চলের মতো ভোলার মানুষের জন্য সোনার বাংল উন্মুক্ত করে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বিজয় দিবসের দুপুরের আগেই ইলিশা ঘাটে নোঙর করা হয় বিসিজিএস সোনার বাংলা। নির্ধারিত সময় দুপুর ২টায় সাধারণ দর্শনাথীদের জন্য জাহাজটি উন্মুক্ত করা হয়। ঘটে অপেক্ষমান বিভিন্ন বয়সী দর্শনার্থী সারিবদ্ধভাবে জাহাজে প্রবেশ করেন। জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার বিষয়ে আগ্রহের কমতি ছিল না এসব মানুষের। এছাড়াও জাহাজ সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দায়িত্বশীল কর্মকর্তারা। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থী। জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিকের প্রকাশ পায়।