বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন কেজি গাঁজা সহ এক মহিলা মাদক কারবারি আটক বাংলাদেশে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ভোলায় অসহায় ২০০ পরিবারকে কম্বল দিল মানব কল্যাণ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলায়,পুলিশের অভিযানে ৫৪ কেজি গাজা সহ ১ মাদক কারবারি আটক। ভোলায়,মেঘনায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ-১ সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২ ভোলায় জ্বীনের বাদশাহ সেজে প্রতারণা” হাতিয়ে নিচ্ছে কোটি টাকা গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারি নির্বাচিত হলেন অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক

দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

 

মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়।পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহায়তায় ও দৌলতখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন পালিত হয় । মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বশির আহামেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অশিত রঞ্জন দাসের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করে (দুপক সদস্য) এম এ আশরাফ। এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সভাপতি ফারুক হোসেন তালুকদার, পৌর বিএনপি সভাপতি আনোয়ার হোসেন কাকন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন সহ অন্যান্য।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে। আর দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে। নতুন বাংলাদেশে ছাত্র-জনতা আন্দোলনে সকলেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন, এবং প্রত্যেক অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়া আলোচনা সভায় মুক্তিযোদ্বা কমান্ডার ওয়াজেদ কবির, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে একযোগে দিবসটি উদযাপিত হচ্ছে। ২২তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি উপলক্ষ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় ধরনের বার্তা দিতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin