মোঃ জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিবেদক।
ভোলার বোরহানউদ্দিনে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বাংলাদেশ। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯ টায় খালসমূহের প্রবাহ অতীতের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে যৌথ উদ্যোগে পরিস্কার অভিযানের উদ্বোধন করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামানের নেতৃত্বে,উপজেলার পক্ষিয়া, টবগী ও কাচিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী শাহবাজপুর খাল বোরহানগন্জ বাজারে আশপাশের প্রায় ৩ কিলোমিটার খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান বলেন, গুরুত্বপূর্ণ খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করবে। তবে খাল পরিচ্ছন্ন রাখতে খালের চারদিকে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি
খাল দখল ও দূষণ থেকে বিরত থাকতে আহবান জানান তিনি। তিনি আরও বলেন, ছাত্রদের আন্দোলন আমাদেরকে যে পথ দেখিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা সেই চেতনা ধারণ করে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছি। এখন সবার সহায়তায় ধান-নদী-খাল এই ৩ এ বোরহানউদ্দিন উপজেলার পুরানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল জানান,এই খালের জলাবদ্ধতার কারণে ২৫৫ একর জমিতে ৬ বছর যাবত কৃষি হয় না। কৃষকরা যেন পরিপূর্ণ আবাদ করতে পারেন সে জন্য আজকে আমাদের এ অভিযান।
উপজেলা প্রশাসন এবার যে উদ্যোগ নিয়েছে এটি ইতিবাচক হোক এই প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে যেন তারা ময়লা-আবর্জনা ফেলে খালগুলোকে ভরাট ও দখল না করেন।
বোর�