নিজস্ব প্রতিনিধি :-
ভোলার চরফ্যাশনে ১০ নং হাজারীগঞ্জ ইউনিয়নে মৎস্যজীবী দলের গণ মিছিল সম্পন্ন হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টায় হাজারী গঞ্জের চেয়ারম্যান বাজারে ইউনিয়ন মৎস্যজীবী দলের আয়োজনে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে।মিছিল শেষে বিএনপির অফিস কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় হাজারীগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর পাটোয়ারীর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক,আব্বাস কাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারী গঞ্জ ইউনিয় বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন,সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি করেন।