ভোলায়,বোরহানউদ্দিনে মসজিদের মোয়াজ্জেমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন টবগী ইউনিয়নের বাসিন্দা উত্তর টবগী রাস্তার মাথা জামে মসজিদের মুয়াজ্জিনের ওপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে উত্তর টবগী রাস্তার মাথায় জামে মসজিদের মুসল্লী সাধারণ জনগণ এর উদ্যোগে মসজিদের সামনে ভোলা চরফ্যাশন সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (২৬শে ফেব্রুয়ারি ) সকাল আনুমানিক পৌনে নয়টায় মুয়াজ্জিন আবুল বাশার এর বাসায় ঢুকে তাকে অতর্কিতভাবে কুপিয়ে যখম করে হামলাকারীরা।
এসময় আবুল বশারের স্ত্রী ( ময়ফুল) ও মেয়েরা ( শাহিনুর ও আয়েশা) ধরতে আসলে তাদেরকেও কুপিয়ে যখম করা হয়।
অভিযুক্ত হামলাকারীরা হলেন সফু, ইলিয়াস রুবেল, শান্ত, আশিক সহ আরো দশজন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, হামলাকারীদের একজন আটক করা হয়েছে বাকিদের কেও গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর টবগী রাস্তার মাথা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মহিউদ্দিন শরিফ, টবগী ইউনিয়নের সাবেক মেম্বার মো: লিটন পন্ডিত, আবুল বশারের নাতি মো: রাসেলসহ আরো অনেকে।
মানববন্ধনে মসজিদের প্রায় দুই শাতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।
এসম বক্তারা মসজিদের মোয়াজ্জিম এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের নিকট অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।