বাংলাবাজার ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
মোঃ সুমন, নিজস্ব প্রতিবেদকঃ
২৭/০২/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার, ভোলা জেলার উপশহর বাংলাবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাবাজার ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ হারুন দেওয়ান(সভাপতি-দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জুয়েল মাষ্টার,(সাংবাদিক ও রাজনীতিবিদ), বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,মোঃ ফজলুল হক মহসিন, অধ্যক্ষ- জয়নগর টেকনিক্যাল কলেজ ও জামায়াতে আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম,দক্ষিণ দিঘলদী ইউনিয়ন। এছাড়া আরো উপস্থিত ছিলেন – জামাল মৌলভী, সভাপতি- বিএনপি যুবদল দক্ষিণ দিঘলদী ইউনিয়ন, মোঃ জিয়ারুল হাওলাদার-সাধারণ সম্পাদক দক্ষিণ দিঘলদী ইউনিয়ন। ব্যাপারি মোঃ আল-আমিন- সভাপতি তারেক জিয়া ঐক্য পরিষদ, ভোলা জেলা, জনাব মোঃ হাসনাইন আহমেদ – সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা, জনাব শফিকুর রহমান- সাবেক সভাপতি অত্র বিদ্যালয়, জনাব মোঃ স্বপন মাস্টার- জমি দাতা ও বিশিষ্ট সমাজসেবক। আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবক । অনুষ্ঠানর সঞ্চালনের দায়িত্বে ছিলেন – জনাব মোঃ সুমন, সহকারী শিক্ষক (ইংরেজি) অত্র বিদ্যালয়। অনুষ্ঠানটি সকাল দশটায় শুরু হয়ে দুইটা পর্যন্ত চলমান ছিল। প্রথমেই শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক -জনাব মোঃ হারুন অর-রশিদ। অনুষ্ঠানের প্রধান অতিথি পরীক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আয়োজকদেরকে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে জনাব মোঃ শামসুল ইসলাম রিয়াদ, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক ও পরীক্ষার বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করেন। প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের বিদায়ে মর্মাহত কন্ঠে তার বক্তব্য প্রদান করেন, তিনি বলেন দীর্ঘ পাঁচ বছর পাঠদান শেষে শিক্ষার্থীদেরকে বিদায় দিতে মানসিকভাবে তিনি ব্যথা অনুভব করেন, অতঃপর সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন। পরীক্ষার্থীদের পক্ষ থেকে কান্না বিজড়িত কন্ঠে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থী আচিয়া আক্তার মিমিয়া। সে তার বক্তব্যের মধ্য দিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সবশেষে দোয়া ও মিলাদ কার্যক্রম পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী ইসলাম ধর্মীয় শিক্ষক-জনাব মোঃ মনির হোসেন। তিনি সৃষ্টিকর্তার কাছে সকলের জন্য ক্ষমা ও পরীক্ষার্থীদের জন্য মঙ্গল কামনা করেন। সবশেষে সকলের উপস্থিতিতে একটি সাফল্যমন্ডিত অনুষ্ঠানের জন্য সঞ্চালক মোঃ সুমন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।