ভোলা বোরহানউদ্দিন উপজেলায় সাপ্তাহিক বৃহস্পতিবার ভূমি সংক্রান্ত অভিযোগ-আপত্তি শুনানি..
মোঃ জুয়েল মাস্টার নিজস্ব প্রতিনিধি।
বোরহানউদ্দিন উপজেলায় সাপ্তাহিক বৃহস্পতিবার ভূমি সংক্রান্ত অভিযোগ-আপত্তি শুনানির দিন দুপুর পর্যন্ত শুনে সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা হয়।
বোরহানউদ্দিন পৌরসভা কর্তৃক পৌরসভার প্রধান পৌর মার্কেটে নির্মাণাধীন ব্রেস্ট-ফিডিং কর্ণারসহ আধুনিক ওয়াশজোন পরিদর্শন করা হয়। উল্লেখ্য প্রতিবন্ধী কর্নারসহ এরকম আরও ০৩ টি ওয়াশজোন মন্ত্রনালয় লিখে অনুমোদন নিয়ে e-GP তে টেন্ডার কার্যক্রম চলমান আছে। সবগুলো চালু হলে ৫০+ পাবলিক টয়লেটের সংকুলান হবে।
বোরহানউদ্দিন পৌরসভা কর্তৃক মাছ বাজার সংস্করণ কার্যক্রম প্রায় শেষের দিকে যার মান আজ সরেজমিন যাচাই করা হয়।
বোরহানউদ্দিন পৌরসভা কর্তৃক আব্দুল জব্বার কলেজ ,গার্লস স্কুল ও পশু হাসপাতাল সংলগ্ন এলাকাগুলোতে চলমান রাস্তা সংস্করণ কার্যক্রম মনিটরিং করা হয়।
প্রকৃত লীজীকে জমির প্রাপ্যতা দিতে বিরোধীয় ভিপি জমি সরেজমিন পরিদর্শন করা হয়।
নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও জাটকা নিধন বন্ধে নদীতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় ডেজ্রার চালক পালিয়ে গেলে কয়েকটি ড্রেজার এর পাইপ বিনষ্ট করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ও কোস্টগার্ড।