মোহাম্মদ লিটন,স্টাফ রিপোর্টার।
গত শুক্রবার ০৬/১২/২৪ ইং গত শুক্রবার ছয় ডিসেম্বর বিকেলে উপজেলা পিরিজপুর ইউনিয়ন আষাড়ি আচর মেঘনা টোল প্লাজা এলাকা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।আটককৃত মাদক কারবারিয়া হল রাঙ্গামাটি জেলার বড় কল থানা পুলিশ যানায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিয়মিত মাদকদ্রব্য উদ্ধারের জন্য গাড়ি ও যানবাহন তল্লাশি চলছিল,ঐ সময় কুমিল্লা হতে ঢাকা গামী মারশা নামক বাস ঢাকা মেট্রো ১৫৮৮৬২ ঘটনাস্থলে পৌঁছলে সাব ইন্সপেক্টর (নিঃ) মোঃ নাজমুল ইসলাম এবং তাদের সঙ্গীও ফোর্স সহ বাসটি থামিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন দুই মাদক সম্রাটকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদক মামলা রুজু করে,আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে,গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,কক্সবাজার জেলা,টেকনাফ থানা,হোরিখোলা গ্রামের কোকিছড়া গ্রামের, রূপন চাকমা(৩২) পিতা:মনোরঞ্জন চাকমা,কিরণ চাকমা (৩৭),পিতা:মংচারে চাকমা ছেলে এবং এরা এই অবৈধ ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছে।
গত ৬/১২/২০২৪ ইং শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সাব ইন্সপেক্টর (নিঃ) মোঃ নাজমুল ইসলাম এবং তাদের সঙ্গীও ফোর্স সহ ঢাকাগামী বাসটি থামিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন দুই মাদক সম্রাটকে আটক করা হয়।