নিজস্ব প্রতিনিধি।
লালমনিরহাট জেলার প্রবীণ সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি মোফাখারুল ইসলাম মজনু আজ ২৮ নভেম্বর-২০২৪, বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...)।
এর আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে গুরুতর অসুস্থ হলে ২৫ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন সময়ে ২৮ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আগারগাঁও, ইনস্টিটিউট অফ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স হসপিটালে চিকিৎসারত থাকা কালীন সময়ে তিনি ভোর ৪.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে লালমনিরহাট সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মুফাখারুল ইসলাম লালমনিরহাট জেলার গণমাধ্যম কর্মীদের পদ প্রদর্শক ছিলেন।তিনি মৃত্যুকালে তার স্ত্রী, সন্তানসহ অনেক শুভাকাঙ্ক্ষী, গুনোগ্রাহী রেখে গেছেন।