মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভোলা জেলা সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজাদ জাহান, জেলা প্রশাসক, ভোলা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বলেন "এই বিজয়, এই উল্লাস আমাদের বীর সন্তানদের জন্য পেয়েছি। এই রক্তে ভেজা ঋণ আমরা কখনোই শোধ করতে পারবোনা।যে বীর সন্তানরা আমাদের মাঝে জীবত আছেন আমি তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।" পুলিশ সুপার মহোদয় শুরু থেকে শেষ পর্যন্ত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন ও বিজেতাদের মাঝে পুরষ্কার প্রদান করেন এবং এতো সুন্দর একটা আয়োজনের জন্য তিনি ভোলা জেলা প্রশাসনের সাথে সম্পৃক্ত সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।