মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রকাশ্য ইয়াবা ও গাঁজাসহ মাদক বিক্রি করছে মাদকের ডিলার নুরনবী। কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাবিবুল্লাহ'র ছেলে নুরনবীর বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। নূরনবী আদালত থেকে জামিনে এসে ফের ইয়াবা ও গাঁজাসহ মাদক বিক্রি শুরু করেছে ।এতে হুমকির মুখে রয়েছে কাচিয়া ইউনিয়নের যুবসমাজ। মাদকের ডিলার নুরনবীর কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদক ক্রয় করেন জ্বীন প্রতারক চক্রটি। রাতে মোবাইল ফোনে জ্বীনের বাদশা সেজে প্রতারনা করতে সজাগ থাকতে মাদক সেবন করেন,জ্বীন প্রতারক চক্র গুলো। ইয়াবাসহ মাদকের ডিলার নুরনবীর কাছ থেকে জ্বীন প্রতারক চক্রের সদস্যরা প্রকাশ্য ইয়াবা ক্রয় কতে দেখা যায়, এমন একটি ভিডিও ফুটেজ এসেছে গণমাধ্যমকর্মীদের হাতে। নুরনবী একটি ছোট মিনি ব্যাগ থেকে পলিথিন মোড়ানো অনেকগুলো ইয়াবা থেকে কয়েক পিচ ইয়াবা ক্রেতাকে দিচ্ছেন । একই সাথে তার ভাই সবুজকে ইয়াবা সেবন করতে দেখা যায় ওই ভিডিওতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়েছে।
ইয়াবার ডিলার নুরনবী ও তার ভাই সবুজকে আইনের আওতায় আনার জন্য কমেন্টে করে দাবী জানিয়েছেন ফেইসবুক ব্যবহারকারীরা। একই সাথে কাচিয়া ইউনিয়নে জ্বীনের বাদশা সেজে প্রতারক চক্র গুলোকে আইনের আওতায় আনার দাবী জানান ফেইসবুক ব্যবহার কারীরা।
স্থানীয়রা জানান, নুরনবীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের ডিলার হিসেবে ব্যাপক পরিচিত তিনি। জেল হাজত থেকে জামিনে এসে এলাকায় আবার মাদক বিক্রি শুরু করেছে। নুরনবী জ্বীনের বাদশা সেজে প্রতারণাকারীদের কাছে ইয়াবা বিক্রি করছে । তবে এলাকায় মাদকের ছড়াছড়ি হওয়ায় যুব সমাজ হুমকির মুখে রয়েছে।
এদিকে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানও চলমান রয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদকের বিষয়ে কোন আপোষ নয়।