মো:জুয়েল মাষ্টার,ব্রুরো চিফ এন্ড ক্রাইম রিপোর্টার।
ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলাধীন বড় মানিকা ওয়ার্ড নং ৭ জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকার করায়,স্বামী মোঃ মোকসেদুর রহমান এবং স্ত্রী মোসাম্মদ বিবি আয়েশাকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে,৭ নং ওয়ার্ডের মোঃ ফজলে আলম(৭০)মোহাম্মদ নসু পঞ্চাশ (৫০) মোহাম্মদ নিরব (৪০) মোহাম্মদ আনসার (৪৫)সহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগকারী মোহাম্মদ মোকছেদুর রহমান জানান, ১০/ ১১/২০২৪ইং তারিখে মোহাম্মদ ফজলে আলম (৭০) পিতা: মৃত নুরুল হক,মোহাম্মদ নসু পঞ্চায়েত পিতা: মোহাম্মদ ফজলে আলম,মোহাম্মদ নিরব পঞ্চায়েত (৪০), পিতা মোঃ ফজলে আলম পঞ্চায়েত,মোহাম্মদ আনসার পঞ্চায়েত (৪৫) সর্ব সাং দক্ষিণ বাটামারা,ওয়ার্ড নং ৭ ডাকঘর,কাশিগঞ্জ থানা,বোরহানউদ্দিন জেলা,ভোলা।আমার কাছ থেকে ১৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন কিন্তু আমি চাঁদা দিতে অস্বীকার করলে, মোহাম্মদ ফজলে আলম পঞ্চায়েত(৭০) পিতা: মৃত নুরুল হক পঞ্চায়েত, মোহাম্মদ নসু পঞ্চায়েত পিতা: মোহাম্মদ ফজলে আলম পঞ্চায়েত,মোহাম্মদ নিরব পঞ্চায়েত (৪০),পিতা মোঃ ফজলে আলম পঞ্চায়েত,মোহাম্মদ আনসার পঞ্চায়েত (৪৫) তারা নিজেরা উপস্থিত থেকে তাদের সন্ত্রাসী বাহিনীদের দাঁড়া আমার এবং আমার স্ত্রীর উপর হামলা চালান এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। উপরে উল্লেখিত সকল সন্ত্রাসী বাহিনীরা পিস্তল,দা,রামদা, চাপাতি,লোহার রড,লাটি-সোটাসহ,দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়া আসিয়া আমার বাড়ি-ঘর ভাঙচুর,গাছপালা কেটে ফেলিয়া প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।আমি ও আমার স্ত্রী সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কর্ম-কাণ্ড চালাতে বাধা প্রদান করলে,সন্ত্রাসীরা আমাকে খুন করার উদ্দেশ্যে লাঠিধারা আঘাত করতে থাকে,পরবর্তীতে আমার স্ত্রী আমাকে রক্ষা করতে আসলে তার উপরেও হামলা চালান।এমন অবস্থায় আমাদের ডাক-চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিলেন সন্ত্রাসী বাহিনীগণ তাদের সম্মুখে আমাকে ও আমার হুমকি প্রধান করেন যে,এই বিষয়ে আমি যদি আইনের আশ্রয় নেই তাহলে আমাকে প্রাণে মেরে ফেলা বলে হুমকি প্রদান করেন।এছাড়াও উপরে উল্লেখিত সন্ত্রাসী বাহিনীরা আমাদেরকে এলাকায় বসবাস করতে দিবে না বলে হুমকি প্রদান করে।বর্তমানে উপরে উল্লেখিত সন্ত্রাসীদের ভয়ে আমার নিজ বসত বাড়িতে থাকতে পারতেছি না।যার ফলে নিজের বসতবাড়ি ছাড়িয়া বিভিন্ন জায়গায় মানেবতর জীবন-যাপন করছি।তিনি আরো বলেন, মোঃ নসু পঞ্চায়েত গংরা দুষ্ট দুর্দান্ত ও সন্ত্রাস প্রকৃতির লোক তাদের অন্যের সম্পত্তি জোরপূর্বক ভোগ-দখল করাই তাদের নেশা ও পেশা,তারা আইন কানুনের তোয়াক্কা না করে,গায়ের জোরে বাড়িতে যা মন চায় তাই করেন। তাছাড়া মোহাম্মদ নসু পঞ্চায়েত গঙ্গদের সাথে আমাদের পূর্ব হইতেই জমি-জমা সংক্রান্ত বিরোধ চলমান আছে। আমি আমার পিতার ওয়ারিশ সূত্রে ছয় একর জমি পাওয়ার কথা কিন্তু আমাকে তারা দু একর জমির ভোগ দখল করাইতেছে।আমি আমার পাওনা জমির কথা বলিলে,তারা আমাকে উক্ত জমা-জমি বিরোধের জের ধরে তারা বাড়ির পাশে বাগানের ভিতর আমাকে ও আমার স্ত্রীকে ব্যাপক মারধর করেন।এক পর্যায়ে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যান, পরবর্তীতে আমার ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন এসে আমাকেও আমার স্ত্রীকে,মোহাম্মদ নসু পঞ্চায়েত গংদের হাত থেকে রক্ষা করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।পরিশেষে মোহাম্মদ মোকছেদুর রহমান পঞ্চায়েত,অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশর সাধারণ মানুষের আস্থা বাংলাদেশ সেনাবাহিনী ও ভোলা ২ আসনের সাবেক ও সফল সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর কাছে তার প্রতি হওয়া অন্যায়ের সুস্থ বিচার দাবি জানিয়েছেন।
উপরিউক্ত অভিযোগের বিষয়ে,অভিযুক্ত মোহাম্মদ নসু পঞ্চায়েত গঙ্গের কাছে জানতে চাইলে,তিনি চাঁদা দাবির ও হামলার অভিযোগ অস্বীকার করে বলেন,এই জমি তাদের ভোগদখলীয় রেকর্ডীয় জমি তাদের কাছে তার প্রমাণ আছে।শুধু তাই না,মোহাম্মদ ফজলে আলম (৭০) পিতা: মৃত নুরুল হক,মোহাম্মদ নসু পঞ্চায়েত(৫০)পিতা: মোহাম্মদ ফজলে আলম,মোহাম্মদ নিরব পঞ্চায়েত (৪০), পিতা মোঃ ফজলে আলম পঞ্চায়েত,মোহাম্মদ আনসার পঞ্চায়েত (৪৫)এবং তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক অভিযোগকারী মোহাম্মদ মোকসেদুল রহমান এবং তার স্ত্রী,মোসাম্ম আয়েশার হুমকি-দামকী ও অশ্লীল আচরণ এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেছে বলে অস্বীকার করেন।
উপরিউক্ত অভিযোগের বিষয়ে, বোরহানউদ্দিন থানার এস আই ছলিমুলের সাথে কথা বললে তিনি বলেন,আমাদের কাছে একটি অভিযোগ এসেছে।অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।