মোঃ জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।
ভোলা ,বোরহানউদ্দিন উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের মোল্লা ব্রিক্স নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করায় এর সত্ত্বাধিকারীকে ইট প্রম্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন,বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস, বোরহানউদ্দিন, ভোলা।
জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।