মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।
ভোলা বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বাস স্টাফ ও সিএনজি/ অটোরিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। একে অপরের ওপর ধারালো অস্ত্র, ইটপাটকেল নিক্ষোপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় ভোলার অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে রাত পৌনে ৯টা পর্যন্ত সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
সরেজমিন, বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কেয়কটি বাস এবং অটোরিকশায় আগুন জ্বালিয়ে দিয়েছে। সিএনজি/ অটোরিকশাগুলোতে গ্যাস সিলিন্ডার ও ব্যাটারি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপক্ষের এই সংঘর্ষ থামাতে পুলিশ নৌবাহিনী কোস্ট গার্ড একত্রে কাজ করছে।