রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা জেলার কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত মনপুরায় বেড়ীবাঁধের কাজে দ্বন্দ্বের জেরে খুনের ঘটনায় এজাহার নামীয় ৩ আসামি গ্রেফতার ভোলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ী চালককে অপহরণ ও হত্যার চেষ্টা… ভোলা বোরহানউদ্দিনে যুবদলের উদ্যোগে ইফতার অনুষ্ঠানের আয়োজন…. ভোলা,বোরহানউদ্দিনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ… ভোলা বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে টবগী ইউনিয়নের এএইচটি ইটভাটায় অভিযান পরিচালনা…… ভোলায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় র‍্যাবের হাতে আটক-৩ ভোলা ,বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ইটভাটায় অভিযান…. ভোলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত

ভোলা দৌলতখান বাংলাবাজার সংলগ্ন উওর জয়নগরে চাঁদা দিতে অস্বীকার করায়,ভাঙচুর ও গাছ কেটে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন :-

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

 

মো:জুয়েল মাষ্টার,ব্রুরো চিফ এন্ড ক্রাইম রিপোর্টার।

ভোলা দৌলতখান,মধ্য জয়নগর ৪ নং ওয়ার্ডের মমিন (৪৫)এর বাগানের গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে,মোফাজ্জল (৪০)সহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।

অভিযোগকারী মমিন জানান,০৫/০৮/২০২৪ইংতারিখ শেখ হাসিনার সরকারের পতনের পরে,মোফাজ্জল,পিতা:- মোহাম্মদ ইদ্রিস,মোহাম্মদ সিরাজ,পিতা: মৃত মোহাম্মদ সিদ্দিক আমার কাছ থেকে ১৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে,মোফাজ্জল (৪০)সিরাজ (৫০) তাদের সন্ত্রাসী বাহিনীদের দাঁড়া আমার উপর হামলা চালান এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। হামলাকারীরা হলেন,মোফাজ্জল (৪০)মোহাম্মদ সিরাজ(৫০),আবু তাহের(৫৫),আকবর(৪৫),মোহাম্মদ মফিজ (৪৫),কাউসার (৩০),মোহাম্মদ বাবুল (৪৫), মোহাম্মদ ফিরোজ (৫০),আমির হোসেন(৫০), সবুজ(৩০),মোহাম্মদ নাসির (৪৫),শাহাদাত(২৫),মোঃ সঞ্জু (২৫),গত ২৯/০৮/২০২৪ইং তারিখ সকাল ১০ টার সময় উপরে উল্লেখিত সকল সন্ত্রাসী বাহিনীরা পিস্তল,দা,রামদা, চাপাতি,লোহার রড,লাটিসোটাসহ,দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়া আসিয়া আমার বাড়ি-ঘর ভাঙচুর,গাছপালা কেটে ফেলিয়া প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।আমি ও আমার পরিবারের লোকজন সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কর্ম-কাণ্ড চালাতে বাধা প্রদান করলে,সন্ত্রাসীরা আমাকে খুন করার জন্য ধাওয়া করেন।এমন অবস্থায় আমাদের ডাক-চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিলেন সন্ত্রাসী বাহিনীগণ তাদের সম্মুখে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে মারপিট করিয়া জখম করিবে এবং বিষয়ে আইনের আশ্রয় নিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন।এছাড়াও উপরে উল্লেখিত সন্ত্রাসী বাহিনীরা আমাদেরকে এলাকায় বসবাস করতে দিবে না বলে হুমকি প্রদান করে এবং আমাদের বাড়ির গেটে তালা মারিয়া চলিয়া যায়।বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে আমার নিজ বসত বাড়িতে থাকতে পারতেছি না।যার ফলে নিজের বসতবাড়ি ছাড়িয়া বিভিন্ন জায়গায় মানেবতর জীবন-যাপন করছি।

উপরিউক্ত অভিযোগের বিষয়ে,অভিযুক্ত মোহাম্মদ মোফাজ্জলের কাছে জানতে চাইলে,তিনি চাঁদা দাবির ও জমি দখলের অভিযোগ অস্বীকার করেন এবং বলেন,এই জমি তিনি অভিযোগকারী মমিনের ভাই সিরাজের কাছ থেকে ক্রয় করেছেন এবং তার কাছে প্রমাণ আছে। মোফাজ্জল এবং তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক অভিযোগকারী মমিনকে এবং তার পরিবারকে,হুমকি-দামকী ও অশ্লীল আচরণ এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেছে বলে অস্বীকার করেন।

উপরিউক্ত অভিযোগের বিষয়ে,ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএমকে জানানো হলে, তিনি তাৎক্ষণিক অভিযোগের বিষয়ে,দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেলকে ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর তাগিদ দেন।উপরিক্ত অভিযোগের বিষয়ে, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেলের কাছ থেকে সংবাদকর্মীরা তার পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে ,সংবাদ কর্মীদের বলেন ,এ ঘটনায় থানায় একটি চাঁদাবাজি ও ভূমি দখলের মামলা দায়ের করা হয়েছে এবং ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম (স্যার)তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন।আমি এই মামলার দায়িত্ব এস আই জসিমকে দিয়েছি এবং বলেছি যত শীঘ্রই সম্ভব সন্ত্রাসী বাহিনীদেরকে আইনের আওতায় আনার জন্য। বর্তমানে আসামি মোঃ মোফাজ্জল এবং তার সন্ত্রাসী বাহিনী পলাতক রয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারে পু্লিশের চেষ্টা অব্যাহত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 dainikbanglartattho.com
Developed by: A TO Z IT HOST
Tuhin