মোঃ জুয়েল মাস্টার, নিজস্ব প্রতিনিধি।
মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে দৌলতখান থানার আয়োজনে থানা প্রাঙ্গণে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে দৌলতখান থানার আয়োজনে ওপেন হাউস ডে সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দৌলতখান থানার অফিসার ইনচার্জ জনাব জিল্লুর রহমান।
বক্তব্যের শুরুতে পুলিশ সুপার মহোদয় অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রচারণা চালানোর উপরে গুরুত্ব আরোপ করেন যাতে জনগণ মাদক, অপরাধ এবং আইন ভঙ্গের বিরুদ্ধে সচেতন হয়।
তিনি আরো বলেন, "সমাজের প্রতিটি স্তরের সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব। যে কোনো তথ্য বা পরামর্শ থাকলে তা পুলিশের কাছে পৌঁছানোর জন্য এগিয়ে আসুন। মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের এই সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র উপায়।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় দৌলতখান থানার প্রতিটি এলাকায় একটি শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অপরাধমুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ, দৌলতখান থানা এবং স্থানীয় সকল শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনসাধারণ, দৌলতখান থানার অফিসার ও ফোর্স এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।