মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কোরাল এলাকায় একটি মুরগির খামারে ১২ বছরের শিশু আব্দুর রহিমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত শিশু আব্দুর রহিম আড়াই বছর ধরে আলহাজ্ব জুলফিকার আলীর মুরগির খামারে ২০০০ টাকা মাসিক বেতনে কর্মরত ছিলেন।
মুরগির খামারের মালিকের ছেলে,মোহাম্মদ ফরহাদ জানান, দুপুর ১টা ৩০ মিনিটে খামার থেকে বের হয়ে তিনি দাওয়াত খেতে যান। ফিরে এসে বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে আব্দুর রহিমকে খুঁজে না পেয়ে ৮ বছরের শিশু হাসানের কাছে জানতে চান। হাসান জানান, “ঐই যে, আব্দুর রহিমের পা দেখা যাচ্ছে।” এরপর ফরহাদ দ্রুত সেখানে গিয়ে আব্দুর রহিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি জানান, আব্দুর রহিমের মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি ছেলেটির দেহ নিচে নামিয়ে রশি খুলে ফেলেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দুজন বাসিন্দা, বিবি আমেনা (স্বামী ইলিয়াস) এবং পেয়ারা বেগম (স্বামী মোহাম্মদ জাফর), যারা ঘটনাটি নিজের চোখে দেখেন। পরে স্থানীয় লোকজন এসে শিশুটিকে মৃত বলে শনাক্ত করেন।
মৃত শিশুটির বড় ভাই মোঃ সেলিম জানান, এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না তাই তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেছেন। শিশুটির মা সাংবাদিকদের বলেন, “আমার ছেলের মৃত্যুর পেছনে সঠিক তথ্য বের করে আনার জন্য সুষ্ঠু তদন্ত চাই ও ন্যায়বিচার চাই।”
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সঠিক তদন্তের জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনগণও দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছে।