স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলায় নতুনত্ব অঙ্গীকার নিয়ে প্রগতিশীল অনেক দলই জনতার সামনে বিভিন্ন অঙ্গীকার নিয়ে এগিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পিছিয়ে নেই ইসলামিক দলগুলো। ইউনিয়ন থেকে শুরু করে থানা এবং জেলা পর্যায়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে ইসলামিক দলগুলোর নেতা-কর্মীরা এবং পাড়া মহল্লায় করতেছেন নতুন সদস্য। গত ১-১১-২০২৪ চর কুকরি মুকরি বাজারে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলনের এক বিশাল কর্মী সমাবেশের আয়োজন করেন। উক্ত সমাবেশে দলীয় নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ জনগণ যোগদান করেন। বক্তারা বলেন,আমরা বিগত দিনে অনেক দল ই দেখেছি, অনেক দলের উন্নয়নের ফিরিস্তি শুনেছি,এখন সময় হয়েছে সহি বুজ বুজে কুরআন হাদিস মেনে পরিপূর্ণ দেশ গঠন করার। ইসলামীক দল হিসাবে হাত পাখা মার্কায় সমর্থন এবং ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন-বিভাগের সাংগঠনিক অধ্যক্ষ মোহাম্মদ মাওলানা সিরাজুল ইসলাম, সভাপতি মুক্তি জামাল সাহেব। আরো উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ ইউসুফ, হাফেজ মোঃ আবু রায়হান, মুফতি মো ফারুক সাহেব, মাওলানা ইয়াকুব ছিলেন বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এবং চর কুকরি মুকরি ইউনিয়নের আলেম-ওলামা ও সাধারণ জনগন।