মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।
বোরহানউদ্দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতা-কর্মীগন জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন, আনন্দ রেলিং মধ্য দিয়ে পালন করেছেন ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে হিসেবে হরিগনিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে,ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এবং ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ
তারই ধারাবাহিকতায় ০১ জানুয়ারি সারাদিন ব্যাপি কর্মসূচির ঘোষণা দিয়েছে ,বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদল।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিনর ও দৌলতখান গণমানুষের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীমের সহধর্মিনী, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক জনাবা,মাফরুজা সুলতানা এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।