মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধি।
ভোলার দৌলতখান উপজেলায় ৭৪ নং পশ্চিম জয়নগর আলহাজ্ব মোঃ হানিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির সময় না হতেই স্কুলে তালাবদ্ধ, ঘটনাটি ঘটেছে পশ্চিম জয়নগর খায়ের হাট সংলগ্ন এলাকায়,স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধান প্রতিদিন পরিদর্শন করতে গেলে, স্থানীয় লোকজন অনুসন্ধান প্রতিদিনকে জানান য়ে,এই স্কুলটি প্রায় সময় সকাল ৯ টা থেকে বিকাল ৪:১৫ টা পর্যন্ত স্কুলের শ্রেণি কক্ষ খোলা থাকায় কথা থাকলেও শিক্ষকগণ রীতিমতো অনুপস্থিত থাকে এবং যারা উপস্থিত থাকে তারাও যার যার ইচ্ছে মত চলে যায়। আজকে বছরের প্রথম দিন ০১/০১/২০২৫ইং সালের নতুন বই বিতরণ অনুষ্ঠানে কিছু সংখ্যক ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করে,প্রধান শিক্ষক ও তার সহকারী শিক্ষকগণ যার যার মত করে কাজ দেখিয়ে চলে যান। এটা তারা প্রতিনিয়ত করে আসছে।আজ বছরের প্রথম দিন আজও তাদের কাজ আছে বলে অজুহাত দেখিয়ে দুপুর ২,১৫ মিনিট না বাজতেই স্কুল তালাবদ্ধ করে চলে যান।
ঘটনা স্থান পরিদর্শন করার জন্য স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে,অনুসন্ধান প্রতিদিনকে তথ্য দিলে অনুসন্ধান প্রতিদিনের একটি টিম স্কুলটি সামনে যায়, তখন স্কুল শিক্ষকদের অনিয়মের আসল রূপ ধারণ করে। অনুসন্ধান প্রতিদিনের একজন গনমাধ্যমকর্মী প্রধান শিক্ষক মোঃ হারুনকে ফোন করলে,তিনি অনুসন্ধান প্রতিদিনকে জানান, আমার স্কুল খোলা আমি অফিসের কাজে বাহীরে আছি, আসতেছি, স্কুলের সামনে এসে স্কুলের শ্রেণি কক্ষ বন্ধ পেয়ে তিনি তাড়াহুড়া করে স্কুলের শ্রেণি কক্ষ গুলো খুলে দেন,এবং প্রত্যেক সহকারীকে শিক্ষককে ফোন করে স্কুল হল রুমে নিয়ে আসেন এবং তাদেরকে স্কুল বন্ধের বিষয় জিজ্ঞাসা করলে তাঁরা জানান,বই দেওয়া শেষ তাই আমরা চলে গিয়েছি বসে থেকে কি করব।
দৌলতখান উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার মোঃ তহিদুল ইসলামের কাছে সময় সীমার কথা জানতে চাইলে,তিনি অনুসন্ধান প্রতিদিনকে জানান,রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯: ৩০ মিনিট থেকে বিকেল ৪:১৫ মিনিট পর্যন্ত স্কুল খোলা রাখা বাধ্যতামূলক, কোন জরুরী প্রয়োজনে কোন শিক্ষকের ছুটির প্রয়োজন হলে,প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিতে হবে এছাড়া স্কুল বন্ধ করে দেওয়ার কোন কারণ নেই। তাছাড়া এই বিদ্যালয়ের বিষয়ে আরও একাধিক অনিয়মের অভিযোগ আমার কাছে এসেছে। এই বিদ্যালয়টির শিক্ষকদের অনিয়মের বিষয়ে আমি গোপন সংবাদ ভিত্তিতে বিষয়টি দেখব এবং সঠিক তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেব।