মোঃ জুয়েল মাস্টার, নিজস্ব প্রতিনিধি।
কৃষক বাঁচলে বাঁচবে দেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।গ্রাম- বাংলার ধানের শীষে,জিয়া তুমি আছো মিশে,এই শ্লোগানের মধ্য দিয়ে দৌলতখান উপজেলা কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)বিকাল ৩ টায় দৌলতখান মধ্যবাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দৌলতখান উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আলমগীর মাষ্টারের
সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃআবুল হোসেন এর সঞ্চালনায় উক্ত কর্মসূচি পালিত হয়।উক্ত কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাবা মাফরুজা সুলতানা,বিশেষ অতিথি জনাব আবুল হাসনাত তছলিম (সাধারন সম্পাদক, ভোলা জেলা।), উদ্বোধক আবদুর রহমান(সেন্টু)ভোলা জেলা কৃষকদল,দৌলতখান বিএনপি আহ্বায়ক আবদুল মন্নান (মিয়া),সিনিয়র সহ-সভাপতি ফারুক মাষ্টার,বিএনপির সাধারন সম্পাদক সাজাহান সাজু,বিএনপি নেতা নিজাম ভুঁইয়া,সাবেক মেম্বার বশির আহম্মেদ,বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন,বিএনপি নেতা ফখরুল ইসলাম (টপি)বিএনপি নেতা জুয়েল তালুকদার,যুবদল আহবায়ক মশিউর রহমান (লিটন),যুবদলের সদস্য সচিব আবু হেনা (রিয়াজ)যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম (জহুর),বিএনপি নেতা সাগর সহ উপজেলা এবং তৃণমূলের বিভিন নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।