বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর জলদস্যু ফজলু ওরফে ফজলু ডাকাতকে আটক করেছে র্যাব -৮। রবিবার সকালে হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফজলু ডাকাত উপজেলার হাসাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাফেজ মাঝির ছেলে। তার বিরুদ্ধে ছয়টি ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও একাধিক অস্ত্র ও ডাকাতি মামলাসহ মাদক মামলা রয়েছে।
র্যাব ৮ এর ভোলা জেলা কমান্ডার লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার রিফাত অভি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফজলু ডাকাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৬ টি ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও ডাকাতি ও অস্ত্রসহ মোট ১২ টি মামলা রয়েছে।