মোঃ জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।
ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ১২ টি বোমা সহ ২ জনকে আটক করেছে,বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।
রোববার (১ ডিসেম্বর) ভোররাতের দিকে সদরের ইলিশ ও চরসামাইয়া ও পশ্চিম ইলিশায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসেন সিয়াম।অভিযানে আটকৃতদের থেকে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ, ১২ টি হাতবোমা, ৩ টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধি কার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে:রিফাত হোসেন জানান, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসনে সিয়াম এর নেতৃত্বে দুইটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি টিম সদর উপজেলাধীন দক্ষিণ চরপাতা এলাকা এবং চরসামাইয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় ২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ ২ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আগ্নেয়াস্ত্র ও বোমা ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।