মোঃ জুয়েল মাস্টার, নিজস্ব প্রতিনিধি।
আজ(২৭ জানুয়ারি) বোরহানউদ্দিন বাজারে ভোলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যদের সহযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো. ইলিয়াস (৫৫), পিতা: আবদুল রশিদ, পৌর ৪নং ওয়ার্ড এবং মোঃ রায়হান, পিতা: মো. সেলিম, পৌর ২নং ওয়ার্ড, বোরহানউদ্দিন পৌরসভা, ভোলা-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের জন্য সংরক্ষণ করার দায়ে মেসার্স এমরান স্টোর এর স্বত্বাধিকারী মো. এমরান (৩৫), পিতা: মো. আলমগীর, কুতুবা, ৬নং ওয়ার্ড, বোরহানউদ্দিন, ভোলাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তি জন্য পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. তোতা মিয়াকে নির্দেশনা প্রদান করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুজ্জামান জানান, ভবিষ্যতে জনস্বার্থে এরূপ বাজার মনিটরিং/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।