মোসাম্মদ সেলিনা বেগম,স্টাফ রিপোর্টার।
ভোলায়,চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছেন পুলিশ। সোমবার দুপুরে উদ্ধারকৃত মোবাইল তাদের প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর তত্ত্বাবধানে ও ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এএসআই মোঃ আবুল বাশার হারানো মোবাইল উদ্ধার করেন।
মোবাইল ফিরে পেয়ে মালিকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,ফোনটি হারিয়ে যাওয়ার পর সেটি আবার ফিরে পাব ভাবিনি। পুলিশ এত দ্রুত সেটি উদ্ধার করবে, এটা ছিল আমাদের কল্পনার বাহিরে তাই, আমরা ভোলা পুলিশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “মোবাইল ফোন হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। হারানো মোবাইল খুঁজে পেতে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম কাজ করছে। আমাদের ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এছাড়া, তিনি মোবাইল কেনা-বেচার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, “দোকানের ক্রয় রশিদ ছাড়া কোনো মোবাইল ফোন কেনা-বেচা করবেন না।
ভোলা জেলা পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।