মোঃ জুয়েল মাস্টার নিজস্ব প্রতিনিধি।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে,দুই পুলিশ সদস্য।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে ধরতে ৬নং বাটামারায় যান,এস আই আলমাস ও এস আই নুরুল ইসলাম। পরে আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ওই দুই পুলিশ সদস্যকে তারা এলোপাথারি মার-ধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে।
আহত দুই পুলিশ সদস্য বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।