মোঃ লিটন,স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বকদের মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় আরোও ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন সোনারগাঁও থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দামগর মালামত গ্রামের মৃত আলী আকবরের ছেলে মোঃ মিন্টু মিয়া,সোনারগাঁও থানা কাচপুর ইউপি ০৬ নং ওয়ার্ড পূর্ব বেহাকের গ্রামের,মোহাম্মদ আলমগীরের ছেলে মোঃ রাকিব ও কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা শাওলি গ্রামের হাবিবুর রহমান ওরফের (হবির) ছেলে আনোয়ার হোসেন, ওরফের রাজিব।
সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে সোনারগাঁও থানার পুলিশ জানান,গত মঙ্গলবার ১০ ডিসেম্বর রাতে উপজেলার কাচপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়,যার মধ্যে সমন্বয়কদের মোবাইল ফোন রয়েছে।