মোঃ জুয়েল মাস্টার ব্রুরো চিফ এন্ড ক্রাইম রিপোর্টার।
ভোলার দৌলতখানে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর পরিচয় ব্যবহার করে সরকারি সহায়তা পাইয়ে দেয়ার নামে বিভিন্ন নাম্বার থেকে মোবাইলে কল দিয়ে বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যায়। উক্ত পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী (কৈরী)।
গতকাল (৩০ অক্টোবর) দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী “উপজেলা প্রশাসন দৌলতখান” এর ফেসবুক পেইজে এ ধরনের তথ্য সম্বলিত অভিযোগ প্রদান করেন এবং এ ধরণের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের ফেসবুক একাউন্ট থেকে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রিয় দৌলতখানবাসী,
আপনাদের সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার, দৌলতখান, ভোলা এর পরিচয় ব্যবহার করে সরকারি বিভিন্ন সহায়তা পাইয়ে দেয়ার নামে বিভিন্ন নাম্বার থেকে মোবাইলে কল দিয়ে বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করছে। এ ধরণের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। প্রতারকের ব্যবহৃত মোবাইল নাম্বার- ০১৭৯৫২৪৪৭৬৮
উক্ত নম্বর থেকে কল করে টাকা চাওয়া হলে টাকা না দেয়ার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী বলেন, ইউএনও দৌলতখান এর পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন করে টাকা চাওয়া হয়েছে। চক্রটি সরকারি বিভিন্ন সহায়তা পাইয়ে দেওয়ার নামে মুঠোফোনে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ দাবি করছে। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের ফোনে কল দিয়ে সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার ল