মোঃ জুয়েল মাষ্টার, ব্রুরো চিফ অ্যান্ড ক্রাইম রিপোর্টার।
দৌলতখানে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন।
গতকাল (২৭ অক্টোবর) বেলা ১১টায় দৌলতখানে দলীয় কার্যালয়ে,সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনটি।
এরপর দুপুর ১২টায় দৌলতখানে বিএনপি’র কার্যালয়ে
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন।
দৌলতখান যুবদলের আহ্বায়ক কমিটির সভাপতি মশিউর রহমান (লিটন)এর সভাপত্তিত্বে বিকাল ৩.০০ ঘটিকায় দৌলতখান টাউন হলে,এক মনোরম পরিবেশে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটি ও মানুষের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুযোগ্য পুত্র ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ,
সাবেক কার্যনির্বাহী সদস্য, ভোলা জেলা বিএনপি ও বিএনপির মনোনীত পরবর্তী সংসদ সদস্য প্রার্থী, একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তিনি আরো বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি আকবর হোসেন হাওলাদার বলেন, দৌলতখান যুব নেতৃত্ব সুসংগঠিত হওয়ার কারণে আজ দৌলতখানের রাজনৈতিক পরিবেশ এখনো ভালো আছে।
অনুষ্ঠানে অন্যদের ম�