নিজস্ব প্রতিবেদক:
ভোলা চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন রসুলপুর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের কাছে নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাজী মোঃ রফিকুল ইসলাম বেপারী।
গত কয়েক বছর ধরেই রসুলপুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র মানুষকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন নুর মোহাম্মদ ফাউন্ডেশন। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, ফাউন্ডেশনের ব্যানারে একটি মানবিক টিম রসুলপুর ইউনিয়নের হতদরিদ্রদের সনাক্ত করে প্রতি মাসে পরিবার গুলোকে স্বাবলম্বী করতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সহযোগিতা করে আসছেন।
তারই অংশ হিসেবে গত বুধবার দুপুরে রসুলপুর ইউনিয়নের হতদরিদ্র কয়েকটি পরিবারের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাজী মোঃ রফিকুল ইসলাম বেপারী,এসময় তিনি প্রত্যেক পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।
হাজ্বী মোঃ রফিকুল ইসলাম বেপারি জানান,সৌদি আরবে তার তিন ছেলের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে ব্যবসার একটি অংশ অসহায় হতদরিদ্র পরিবারের জন্য পাঠানো হয়। আমরা এখানে একটি মানবিক টিমের মাধ্যমে,হতদরিদ্র মানুষের তথ্য সংগ্রহ করে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করি।রসুলপুর ইউনিয়ন বাসীর দোয়া এবং ভালোবাসা থাকলে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।