মোঃ জুয়েল মাস্টার,নিজস্ব প্রতিনিধ।
ভোলার চরফ্যাশন উপজেলায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে চরফ্যাশন উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ভোলা এর যৌথভাবে এই সভার আয়োজন করেন।
উক্ত মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার রাসনা শারমিন (মিথি)। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরাফাত মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ’ এর নির্বাহী পরিচালক সাংবাদিক আদিল হোসেন তপু।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মামুন,কোস্ট ফাউন্ডেশন এর টিম লিডার রাশিদা বেগম, প্রভাষক মো জুলকার নাঈম,তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য মো: নোমান সহ যুব উন্নয়ন প্রতিনিধি, সাংবাদিক,কিশোর-তরুন-তরুনীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন,বাংলাদেশে প্রায় মোট জনসংখার এক-চতুর্থাংশ কিশোর-কিশোরীর মধ্যে কৈশোরকালে সন্তান জন্মদানের হার এখনো অনেক বেশি। মোট বার্ষিক জন্মের প্রায় এক-চতুর্থাংশ সন্তান জন্ম দিচ্ছে কিশোরী মায়েরা। এদের শিক্ষা, জীবন-দক্ষতা ও স্বাস্থ্যের উপর নির্ভর করছে দেশ ও জাতির ভবিষ্যৎ। আর এর জন্য সবার আগে চাই সচেতনতা। তাই আমরা কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে সচেতন করতে হবে।
এসময় বক্তরা বলেন, উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে