মোহাম্মদ লিটন স্টাফ রিপোর্টার।
সোনারগাঁও থানা ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সোনারগাঁও থানার পুলিশ।এর আগে একই দিন বুধবার ভোরে উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ম্যাঘনাটোর প্লাজা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন,নারায়ণগঞ্জ জেলার সিদ্ধরগঞ্জ থানার (পাগলা বাড়ি) মিজমিজি মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল হাইয়ের ছেলে, মোঃ হাসান( ৩৫) ও একই জেলার ও থানার (রহমত নগর) মিজমিজি গ্রামের মৃত মোঃ আব্দুল কাদেরের ছেলে,মোহাম্মদ ছালাউদ্দিন (৩৩)।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য (পুলিশ)জানান যে,ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত মাদকদব্য উদ্ধারের জন্য সন্দেহজনক লোকজন এবং যানবাহন তল্লাশি চালিয়ে মাদক কারবারিদেরকে আটক করা হয় এবং অপরাধিদেরকে কোর্টে হাজির করা হবে।